জবুর 24:1-7 MBCL

1 দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু মাবুদের;বিশ্ব ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর;

2 কারণ তিনিই গভীর পানির উপরে ভূমির ভিত্তি গাঁথলেন,আর সেই ভূমি মাটির নীচের পানির উপরে ধরে রাখলেন।

3 কে মাবুদের পাহাড়ে ওঠার যোগ্য?তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে?

4 কেবল সে-ই যোগ্য,যার হাত নির্দোষ,অন্তর খাঁটি,মন মিথ্যার দিকে নয়,আর মুখে নেই মিথ্যা কসম।

5 সে মাবুদের কাছ থেকে দোয়া পাবে;সে যে তাঁরই ইচ্ছামত চলছেতার উদ্ধারকর্তা আল্লাহ্‌ তা দেখিয়ে দেবেন।

6 এই রকম লোকেরা মাবুদের এবাদত করে,তারা তাঁর মুখের দিকে তাকায়;এরাই ইয়াকুবের বংশ। [সেলা]

7 হে শহরের দরজা, তোমাদের মাথা আরও উপরে তোল;হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;গৌরবের বাদশাহ্‌ ভিতরে ঢুকবেন।