1 হে মাবুদ, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
2 হে আমার আল্লাহ্, তোমার উপরেই আমি ভরসা করি,তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়েআনন্দ করার সুযোগ না পায়।
3 যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না,কিন্তু যারা অকারণে বেঈমানী করেতারাই লজ্জায় পড়বে।
4 হে মাবুদ, তোমার পথ আমাকে জানাও,আমাকে তোমার পথে চলতে শিখাও।
5 তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও,কারণ তুমিই আমার উদ্ধারকর্তা আল্লাহ্;সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
6 হে মাবুদ, তোমার মমতা ও অটল মহব্বতের কথাতুমি ভুলে যেয়ো না;সে সব তো তোমার চিরকালের কাজ।
7 আমার যৌবনকালের গুনাহ্ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথাতুমি মনে রেখো না;তোমার অটল মহব্বতের দরুন তুমি আমাকে মনে রেখো,কারণ হে মাবুদ, তুমি মেহেরবান।