1 হে মাবুদ, আমি যে ন্যায়পথে আছিতা তুমি দেখিয়ে দাও,কারণ আমি সৎ ভাবে চলি;আমি স্থিরভাবে মাবুদের উপর ভরসা করি।
2 হে মাবুদ, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর;আমাকে পরীক্ষা করে দেখ,আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
3 কারণ সব সময় তোমার অটল মহব্বতআমার চোখের সামনে রয়েছে;তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি।
4 আমি ঠগদের সংগে থাকি না,আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।