1 মাবুদই আমার নূর ও আমার উদ্ধারকর্তা,আমি কাকে ভয় করব?মাবুদই আমার জীবনের কেল্লা,আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
2 দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসেতখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উচোট খেয়ে পড়ে যায়।
3 সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে,তবুও আমার মনে ভয় হবে না;যদি আমার বিরুদ্ধে যুদ্ধও শুরু হয়তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
4 মাবুদের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি;আমি যা চাইছি তা এই-আমার সারা জীবন আমি যেনমাবুদের ঘরে বাস করতে পারি,যাতে আমি তাঁর সৌন্দর্য দেখতে পারিআর সেই বাসস্থানে তাঁর বিষয় নিয়ে ধ্যান করতে পারি;
5 কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়েতিনি আমাকে নিরাপদে রাখবেন,তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন,আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
6 যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছেতাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে;আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতেবিভিন্ন কোরবানী দেব;আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইবআর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইব।