10 আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেওমাবুদ আমার ভার নেবেন।
11 হে মাবুদ, তোমার পথ আমাকে দেখিয়ে দাও;আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
12 আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না,কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে জুলুম।
13 মাবুদের দেওয়া মেহেরবানী আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব-এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?