3 যারা দুষ্ট, যারা খারাপ কাজ করে বেড়ায়,যারা সকলের সংগে ভাল মুখে কথা বলেঅথচ অন্তরে পুষে রাখে খারাপ ইচ্ছা,তাদের সংগে শাস্তি দেবার জন্য তুমি আমাকে টেনে নিয়ো না।
4 তাদের কাজের ফল, তাদের খারাপ কাজের ফল, তুমি তাদের দাও;তাদের হাত যে কাজ করেছে তার ফল তাদের দাও;তাদের যা পাওনা তা-ই তাদের দাও।
5 মাবুদের হাত যে কাজ করেছেতার প্রতি তারা মনোযোগ দেয় নি,কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।
6 সমস্ত প্রশংসা মাবুদের, তিনি আমার মিনতি শুনেছেন।
7 মাবুদই আমার শক্তি ও আমার ঢাল;আমার অন্তর তাঁর উপরে ভরসা করে,তাই আমি সাহায্য পেয়েছি;সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে,আর আমি কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর শুকরিয়া আদায় করব।
8 মাবুদই তাঁর বান্দাদের শক্তি;তিনিই তাঁর অভিষেক-করা লোকের রক্ষাকারী কেল্লা।