জবুর 31:15-21 MBCL

15 তোমার হাতেই তো আমার জীবনের সব কিছু;যারা আমাকে তাড়া করে আসছে সেই শত্রুদের হাত থেকেতুমি আমাকে বাঁচাও।

16 তোমার গোলামের উপর তোমার রহমত আলোর মত করে পড়ুক;তোমার অটল মহব্বতে তুমি আমাকে রক্ষা কর।

17 হে মাবুদ, আমি তো তোমাকে ডেকেছি,তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক,তারা নীরব হয়ে কবরে পড়ে থাকুক।

18 অহংকার ও ঘৃণার ভাব নিয়েযারা আল্লাহ্‌ভক্তদের বিরুদ্ধে অসম্মানের কথা বলে,তাদের মিথ্যাবাদী মুখ বন্ধ হয়ে যাক।

19 তুমি যে মেহেরবানী করেছ তা কত মহান!যারা তোমাকে ভয় করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ;তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মেহেরবানী করে থাক,আর তা কর সকলের সামনে।

20 তুমি তাদের তোমার আড়ালে রেখেমানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ;ঝগড়া-বিবাদের ঝাপ্‌টা থেকেতোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ।

21 সমস্ত প্রশংসা মাবুদের।ঘেরাও করা শহরের মধ্যে তাঁর অটল মহব্বতআশ্চর্যভাবে তিনি আমাকে দেখিয়েছিলেন।