জবুর 32:2-8 MBCL

2 ধন্য সেই লোক, যার অন্যায় মাবুদ মাফ করেছেনআর যার অন্তরে কোন ছলনা নেই।

3 আমি যখন গুনাহ্‌ স্বীকার করি নিতখন সারা দিন কোঁকাতে কোঁকাতেআমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;

4 কারণ তখন দিনরাত আমার উপরেতোমার হাতের চাপ ভারী ছিল;গরমকালের গরমে যেমন হয়তেমনি করে আমার গায়ের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]

5 তখন আমার গুনাহ্‌ আমি তোমার কাছে স্বীকার করলাম,আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না।আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথাআমি মাবুদের কাছে স্বীকার করব।”তাই গুনাহের দরুন আমার দোষ তুমি মাফ করে দিলে। [সেলা]

6 কাজেই যতদিন সুযোগ আছেততদিন তোমার ভক্তেরা তোমার কাছে মুনাজাত করুক;সত্যিই, বিপদ যখন বন্যার পানির মত হয়ে দেখা দেবেতখন তা তাদের কাছে আসবে না।

7 তুমিই আমার লুকিয়ে থাকার জায়গা।তুমি আমাকে কষ্টের হাত থেকে রক্ষা করছ।মুক্তির আনন্দ-কাওয়ালীতে তুমিই আমাকে ঘিরে রাখছ। [সেলা]

8 আমি মাবুদ তোমাকে জ্ঞান দেবআর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব;তোমাকে চোখে চোখে রেখে আমি শিক্ষা দেব।