17 হে মালিক, আর কতকাল তুমি এ সব দেখবে?তাদের জুলুম থেকে আমাকে রক্ষা কর;এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।
18 বিরাট মাহ্ফিলের মধ্যে আমি তোমার শুকরিয়া আদায় করবআর অসংখ্য লোকের মধ্যে তোমার গুণগান করব।
19 মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছেতুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না;অকারণে যারা আমাকে ঘৃণা করেআমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।
20 তাদের কথাগুলো শান্তির দিকে নয়;দেশে যারা শান্তিতে বাস করছে তাদের বিরুদ্ধেতারা ছলনা-ভরা মতলব করে।
21 আমার বিরুদ্ধে তারা মুখ ভেংগিয়ে বলেছে,“হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজের চোখেই দেখেছি।”
22 হে মাবুদ, তুমি এ সব দেখেছ,তুমি চুপ করে থেকো না;হে মালিক, তুমি আমার কাছে কাছে থাক।
23 আল্লাহ্ আমার, মালিক আমার, তুমি জেগে ওঠো,আমার পক্ষ নাও, আমার পক্ষ হয়ে কথা বল।