33 কিন্তু মাবুদ দুষ্টদের হাতে তাদের ছেড়ে দেবেন না;বিচারে তাদের দোষী সাব্যস্ত হতে দেবেন না।
34 মাবুদের উপর আশা রাখ, তাঁর পথে চল;তিনি তোমাকে মহান করবেন যাতে তুমি দেশের দখল পাও।দুষ্টেরা ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে।
35 নিষ্ঠুর দুষ্ট লোককে আমি বেড়ে উঠতে দেখেছি,দেখেছি নিজের জায়গায় থাকা ডালপালা ছড়ানোপাতা-ভরা গাছের মত।
36 তার পরে সে শেষ হয়ে গেল, আর রইল না;আমি তার খোঁজ করলাম, তাকে পাওয়া গেল না।
37 নির্দোষ লোকদের জীবনের দিকে তাকাও;ঐ সৎ লোকদের দেখ।যারা শান্তি ভালবাসে তাদের বংশ থাকবে।
38 কিন্তু গুনাহ্গার লোকেরা শেষ হয়ে যাবে;ঐ সব দুষ্ট লোকদের বংশ ধ্বংস হয়ে যাবে।
39 আল্লাহ্ভক্তদের উদ্ধার মাবুদের কাছ থেকেই আসে;বিপদের সময় তিনিই তাদের আশ্রয়।