জবুর 39:5-11 MBCL

5 তুমি আমার আয়ু মাত্র চার আংগুলের সমান করেছ;তোমার চোখে আমার জীবনকাল কিছুই না।মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেওমাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। [সেলা]

6 মানুষ আসে ছায়ার মত, যায়ও ছায়ার মত;সে মিথ্যাই চেঁচামেচি করে;সে ধন-সম্পদ জমা করেকিন্তু কে তা ভোগ করবে জানে না।

7 “হে মালিক, তবে আমি আর কিসের আশায় থাকব?আমার সব আশা তো তোমারই মধ্যে।

8 আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও;যাদের বিবেক অসাড় তাদের কাছেতুমি আমাকে হাসির পাত্র করে তুলো না।

9 আমি চুপ করেই আছি, মুখ খুলব না,কারণ তুমিই এ সব কষ্ট হতে দিয়েছ।

10 আমার উপর থেকে তোমার শাস্তি তুমি সরিয়ে নাও;তোমার হাতের আঘাত খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি।

11 গুনাহের জন্য তুমি যখন মানুষকে কঠিন কথায় শাসন কর,তখন পোকা-মাকড়ের মত করেতাদের সৌন্দর্য তুমিই নষ্ট করে দাও;মানুষ তো একটা নিঃশ্বাস মাত্র। [সেলা]