9 আমি চুপ করেই আছি, মুখ খুলব না,কারণ তুমিই এ সব কষ্ট হতে দিয়েছ।
10 আমার উপর থেকে তোমার শাস্তি তুমি সরিয়ে নাও;তোমার হাতের আঘাত খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি।
11 গুনাহের জন্য তুমি যখন মানুষকে কঠিন কথায় শাসন কর,তখন পোকা-মাকড়ের মত করেতাদের সৌন্দর্য তুমিই নষ্ট করে দাও;মানুষ তো একটা নিঃশ্বাস মাত্র। [সেলা]
12 “হে মাবুদ, তুমি আমার মুনাজাত শোন;সাহায্যের জন্য আমার এই ফরিয়াদে তুমি কান দাও;আমার চোখের পানি দেখে তুমি চুপ করে থেকো না;কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেনতেমনি আমিও দুনিয়াতে তোমার সামনে পরদেশে বাসকারীর মত আছি।