13 হে মাবুদ, দয়া করে আমাকে বাঁচাও;হে মাবুদ, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
14 যারা আমাকে হত্যা করবার চেষ্টায় আছেতারা সবাই লজ্জিত ও অপমানিত হোক;যারা আমার সর্বনাশ দেখতে চায়তারা মাথা নীচু করে ফিরে যাক।
15 যারা আমাকে দেখে বলে, “ভাল হয়েছে!”তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
16 কিন্তু যারা তোমার ইচ্ছামত চলেতারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসেতারা সব সময়েই বলুক, “আলহামদুলিল্লাহ্!”