5 হে আমার মাবুদ আল্লাহ্,অসংখ্য তোমার অলৌকিক চিহ্ন!কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য!আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে,কখনও শেষ হবে না।কে আছে তোমার মত?
6 পশু ও অন্যান্য কোরবানী তুমি চাও না,পোড়ানো ও গুনাহের কোরবানীও তোমার দরকার নেই;কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
7 সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;কিতাবে আমার আসার বিষয় লেখা আছে।
8 হে আমার আল্লাহ্, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”
9 হে মাবুদ, বিরাট মাহ্ফিলের মধ্যেতোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি;তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।
10 তোমার ন্যায় কাজের কথাআমার অন্তরে আমি লুকিয়ে রাখি না;আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি;তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততার কথাবিরাট মাহ্ফিলের কাছে আমি গোপন করি না।
11 হে মাবুদ, আমার প্রতি তোমার মমতা দেখাতেতুমি অস্বীকার কোরো না;তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততাযেন সব সময় আমাকে রক্ষা করে;