1 হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও;আল্লাহ্র উদ্দেশে আনন্দধ্বনি কর।
2 মহান মাবুদ ভয় জাগান;গোটা দুনিয়ার উপরে তিনিই মহান বাদশাহ্।
3 অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন,আমাদের পায়ের তলায় তাদের রাখেন।
4 তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন;তা তাঁর মহব্বতের পাত্র ইয়াকুবের গর্বের বিষয়। [সেলা]
5 আল্লাহ্ আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন,মাবুদ শিংগার ধ্বনির মধ্যে উঠে গেছেন।