1 আমাদের আল্লাহ্র শহরে, তাঁর পবিত্র পাহাড়ে,মাবুদ মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
2 আল্লাহ্র বাসস্থান ঐ সিয়োন পাহাড়,উঁচুতে স্থাপিত মহান বাদশাহ্র ঐ শহর দেখতে সুন্দর;সারা দুনিয়াকে তা আনন্দ দেয়।
3 সেই শহরের রাজবাড়ীর দালান্তকোঠায়আল্লাহ্ নিজেকে কেল্লা হিসাবে প্রকাশ করেছেন।
4 বাদশাহ্রা তাদের সৈন্যদল জমায়েত করে একসংগে এগিয়ে গেল;