জবুর 49:1-10 MBCL

1 হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন;যারা এই দুনিয়াতে বাস করছ তোমরা সবাই কান দাও;

2 উঁচু-নীচু, ধনী-গরীব, তোমরা সবাই শোন।

3 আমার মুখ থেকে জ্ঞানের কথা বেরিয়ে আসবে;আমার অন্তরের গভীর চিন্তা বুঝবার ক্ষমতা দেবে।

4 আমি শিক্ষা-ভরা উদাহরণে মন দেব;বীণার সংগে কাওয়ালী গেয়ে তার গভীর বিষয় ব্যাখ্যা করব।

5-6 যারা ধন-সম্পদের উপরে ভরসা করেআর প্রচুর ধনের বড়াই করে,দুর্দিনে সেই শত্রুদের অন্যায় যখন আমাকে ঘেরাও করবে,তখন আমি ভয় করব কেন?

7-9 কেউ কোনমতেই মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে নাকিংবা আল্লাহ্‌কে তার মুক্তির মূল্য দিতে পারে না,যাতে সে চিরকাল বেঁচে থাকে আর কবরে যেতে না হয়;কারণ জীবন কেনার দাম অনেক,সেই দামের সমান কিছুই নেই।

10 জ্ঞানী লোকও যে মারা যায় তা কারও অজানা নেই;যাদের বিবেচনা নেই আর যাদের অন্তর অসাড়তারা একইভাবে ধ্বংস হয়;তাদের ধন তারা অন্যদের জন্য রেখে যায়।