1 হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন;যারা এই দুনিয়াতে বাস করছ তোমরা সবাই কান দাও;
2 উঁচু-নীচু, ধনী-গরীব, তোমরা সবাই শোন।
3 আমার মুখ থেকে জ্ঞানের কথা বেরিয়ে আসবে;আমার অন্তরের গভীর চিন্তা বুঝবার ক্ষমতা দেবে।
4 আমি শিক্ষা-ভরা উদাহরণে মন দেব;বীণার সংগে কাওয়ালী গেয়ে তার গভীর বিষয় ব্যাখ্যা করব।
5-6 যারা ধন-সম্পদের উপরে ভরসা করেআর প্রচুর ধনের বড়াই করে,দুর্দিনে সেই শত্রুদের অন্যায় যখন আমাকে ঘেরাও করবে,তখন আমি ভয় করব কেন?