14 ভেড়ার পাল্কে যেমন নির্দিষ্ট করা খোঁয়াড়ে নিয়ে যাওয়া হয়,তেমনি নির্দিষ্ট করা কবরেসেই লোকদেরও নিয়ে যাওয়া হবে;সেখানে মৃত্যুই তাদের রাখাল হবে।নতুন দিনের শুরুতে আল্লাহ্ভক্ত লোকেরাতাদের উপর জয়ী হবে;কবর তাদের মৃতদেহ খেয়ে ফেলবে;তাদের বাসস্থান বলতে আর কিছু থাকবে না।