2 সিয়োন থেকে, পরিপূর্ণ সৌন্দর্যের জায়গা থেকে,আল্লাহ্র নূর ছড়িয়ে পড়েছে।
3 আমাদের আল্লাহ্ আসছেন, তিনি মুখ খুলবেন;আগুন তাঁর আগে আগেসব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলবে;আর তাঁর চারপাশে ভীষণ ঝড় বইবে।
4 তাঁর নিজের বান্দাদের বিচারে অংশ নেবার জন্যউপরের আসমানকে তিনি ডাক দিচ্ছেন,আর ডাক দিচ্ছেন দুনিয়াকে;
5 তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে জমায়েত কর,যারা পশু-কোরবানীর মধ্য দিয়েআমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।”
6 আসমান তাঁর ন্যায়বিচারের কথা ঘোষণা করছে,কারণ আল্লাহ্ নিজেই বিচারক।
7 “হে আমার বান্দারা, শোন, আমি কথা বলছি;হে ইসরাইল, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি;আমি আল্লাহ্, তোমারই আল্লাহ্।
8 তোমার পশু-কোরবানী নিয়ে আমি তোমাকে দোষী করছি না;তোমার পোড়ানো-কোরবানী সব সময়ই তো আমার সামনে রয়েছে।