1 হে আল্লাহ্, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর;আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতেতাদের নাগালের বাইরে তুলে রাখ।
2 যারা খারাপ কাজ করে বেড়ায়তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর;খুনীদের হাত থেকে আমাকে বাঁচাও।
3 তারা আমার জন্য ওৎ পেতে আছে,ভয়ংকর লোকেরা আমার উপর হামলা শুরু করেছে;হে মাবুদ, তা আমার কোন অন্যায় বা গুনাহের জন্য নয়।
4 আমি কোন দোষ করি নি,তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।