13 তুমি রাগে তাদের ধ্বংস কর,ধ্বংস কর যাতে তারা আর না থাকে;এতে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সবাই জানবে,আল্লাহ্ ইয়াকুবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
14 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
15 তারা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়;পেট না ভরলে তারা সারা রাতই জেগে কাটায়।
16 কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে কাওয়ালী গাইব,আর সকালে আনন্দে তোমার অটল মহব্বতের কাওয়ালী গাইব;কারণ তুমিই আমার কেল্লা, বিপদ কালের আশ্রয়-স্থান।