জবুর 60:1-6 MBCL

1 হে আল্লাহ্‌, তুমি আমাদের অগ্রাহ্য করেছ,আমাদের চুরমার করেছ;তুমি রেগে গিয়েছ,কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।

2 তুমি দেশের উপর ভূমিকমপ এনেছ, ফাটল ধরিয়েছ;তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।

3 তোমার বান্দাদের তুমি দুর্দিন দেখিয়েছ;তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছযার দরুন আমরা মাতালের মত হাঁটছি।

4 যারা তোমাকে ভয় করে তাদের তুমি একটা নিশান দিয়েছ,যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]

5 তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;আমার ডাকে সাড়া দাওযেন তুমি যাদের মহব্বত কর তারা উদ্ধার পায়।

6 আল্লাহ্‌ তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।