1 হে আল্লাহ্, সিয়োনে নীরবে তোমার প্রশংসা করা হয়;আমাদের সব মানত তোমার উদ্দেশে পূরণ করা হবে।
2 হে মুনাজাত কবুলকারী, তোমার কাছেই সব মানুষ আসে।
3 আমার অন্যায় কাজে আমি তলিয়ে আছি,কিন্তু তুমিই আমাদের সব গুনাহ্ মাফ করে থাক।
4 ধন্য সেই লোক, যাকে তুমি বেছে নাওআর নিয়ে আস নিজের কাছে,যেন সে তোমারই উঠানে বাস করতে পারে।তোমার ঘরের, তোমার পবিত্র বাসস্থানের দোয়ায় আমরা তৃপ্ত হব।
5 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্,তোমার ন্যায্যতায় ভয় জাগানো কাজ দিয়েতুমি আমাদের ডাকে সাড়া দেবে।দুনিয়ার সব মানুষ, এমন কি, সবচেয়ে দূরের জায়গারআর দূরের সমুদ্র পারের মানুষও তোমার উপর ভরসা করে।
6 তোমার শক্তিতেই সব পাহাড়-পর্বত দাঁড়িয়ে আছে;এতে প্রকাশ পায় তুমি শক্তিশালী।