14 সেই সব মানতের কথা আমি মুখে বলেছি,আর বিপদের দিনে আমার মুখ তা উচ্চারণ করেছে।
15 আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়েপোড়ানো-কোরবানী দেবআর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ কোরবানী দেব;আমি ষাঁড় ও ছাগল কোরবানী দেব। [সেলা]
16 তোমরা যারা আল্লাহ্কে ভয় কর তোমরা সবাই এসে শোন;তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
17 আমি নিজের মুখে তাঁকে ডেকেছিলাম;আমার মুখে তাঁর প্রশংসা ছিল।
18 আমার দিলে যদি আমি অন্যায় পুষে রাখতামতাহলে আমার কথা দীন-দুনিয়ার মালিক শুনতেন না।
19 কিন্তু আল্লাহ্ যে শুনেছেন তাতে কোন ভুল নেই;তিনি আমার মুনাজাতে কান দিয়েছেন।