27 সবার ছোট যে বিন্ইয়ামীন,ঐ যাচ্ছে তার বংশ, যাদের হাতে আছে রাজদণ্ড;ঐ যে এহুদার নেতারা, যারা দলে ভারী;ঐ যে সবূলূনের নেতারাআর ঐ যায় নপ্তালির নেতারা।
28 তোমার আল্লাহ্র কাছ থেকে তোমার শক্তি এসেছে।হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও,আগে যেমন তুমি আমাদের পক্ষে কাজ করে দেখিয়েছিলে।
29 জেরুজালেমে তোমার ঘর আছে;সেখানেই বাদশাহ্রা তোমার কাছে উপহার নিয়ে যাবে।
30 তাদের এবং তাদের আনা রূপার টুকরাগুলো পায়ে দলে ফেলেনলবনের বুনো জন্তু ঐ মিসরকে তুমি ধম্কে দাও;ধম্কে দাও বাছুর ও বলদের দলের মত ঐ সব জাতিদের।যে সব জাতি যুদ্ধ ভালবাসে আল্লাহ্ তাদের দল ভেংগে দিয়েছেন।
31 মিসর থেকে রাষ্ট্রদূতেরা আসবেন;ইথিওপিয়া তাড়াতাড়ি করে আল্লাহ্র কাছে হাত বাড়িয়ে দেবে।
32 হে দুনিয়ার সব রাজ্য, আল্লাহ্র উদ্দেশে কাওয়ালী গাও,দীন-দুনিয়ার মালিকের প্রতি প্রশংসার কাওয়ালী গাও। [সেলা]
33 তিনি সেই পুরানো দিনের আকাশের মধ্য দিয়েরথে চড়ে চলাচল করেন।শোন, তিনি জোর গলায় কথা বলছেন।