1 হে আল্লাহ্, আমাকে উদ্ধার কর,আমি যেন পানিতে ডুবে যাচ্ছি।
2 আমি গভীর পাঁকের মধ্যে ডুবে যাচ্ছি,সেখানে আমার দাঁড়াবার জায়গা নেই।আমি গভীর পানিতে এসে পড়েছি;বন্যা আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
3 ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি,আমার গলা শুকিয়ে গেছে;আমার আল্লাহ্র জন্য চেয়ে থাকতে থাকতেআমার চোখও ঝাপ্সা হয়ে গেছে।
4 যারা অকারণে আমাকে ঘৃণা করে,তাদের সংখ্যা আমার চুলের চাইতেও বেশী।যারা আমাকে ধ্বংস করে ফেলতে চায়তারা খুব শক্তিশালী;তারা মিথ্যা কারণে আমার শত্রু হয়েছে।আমি যা চুরি করি নি তা-ও আমাকে ফিরিয়ে দিতে হয়েছে।
5 হে আল্লাহ্, তুমি তো আমার বোকামির কথা জান;আমার দোষ তোমার কাছে লুকানো নেই।
6 হে মালিক, আল্লাহ্ রাব্বুল আলামীন,যারা তোমার অপেক্ষায় থাকেআমার দরুন তারা যেন লজ্জা না পায়।হে ইসরাইলের মাবুদ, যারা তোমাকে জানবার জন্য আগ্রহীতারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।