13 কিন্তু হে মাবুদ, যে সময়ে তোমার রহমত পাওয়া যায়আমি সেই সময়ে তোমার কাছে মুনাজাত করছি;হে আল্লাহ্, তোমার অটল মহব্বতেতোমার উদ্ধার করার বিশ্বস্ততা দেখিয়ে আমাকে জবাব দাও।
14 পাঁক থেকে আমাকে উদ্ধার কর,আমাকে ডুবে যেতে দিয়ো না;আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর,উদ্ধার কর অথৈ পানির মধ্য থেকে।
15 বন্যা যেন আমার উপর দিয়ে বয়ে না যায়,গভীর পানি যেন আমাকে তলিয়ে না ফেলে;কবরের মুখ যেন আমার উপর বন্ধ না হয়।
16 হে মাবুদ, তোমার মেহেরবানীর অটল মহব্বতেআমাকে তুমি জবাব দাও;তোমার অসীম মমতায় তুমি আমার দিকে ফেরো।
17 তোমার গোলামের দিক থেকেতোমার মুখ তুমি ফিরিয়ে রেখো না;আমি বিপদে পড়েছি, আমাকে শীঘ্র জবাব দাও।
18 তুমি আমার কাছে এসে আমাকে ছাড়িয়ে নাও;তুমি আমাকে মুক্ত কর, কারণ আমার শত্রু রয়েছে।
19 আমি যে কত ঘৃণা, লজ্জা ও অসম্মানের পাত্র হয়েছিতা তো তুমি জান;আমার শত্রুরা সবাই তোমার সামনে রয়েছে।