21 আমার খাবারে তারা বিষ দিয়েছিলআর পিপাসার সময় দিয়েছিল সিরকা।
22 তাদের মেজবানীর উৎসবগুলো ফাঁদ হোক,আর নিরাপদে থাকার ভাবটাই হোক তাদের জালের ফাঁদ।
23 তাদের চোখ অন্ধ হোক যেন তারা দেখতে না পায়,আর সব সময় তাদের কোমরে খিঁচুনি ধরে যাক।
24 তোমার রাগে তুমি তাদের বকুনি দাও;তোমার জ্বলন্ত গজব তাদের ধরে ফেলুক।
25 তাদের থাকার জায়গা খালি হয়ে পড়ে থাকুক;তাদের তাম্বুতে বাস করার কেউ না থাকুক।
26 তুমি যাকে শাস্তি দিয়েছতারা তাকেই জুলুম করেছে;যাদের তুমি আঘাত করেছতাদের যন্ত্রণাই হল তাদের আলোচনার বিষয়।
27 অন্যায়ের উপর তাদের অন্যায় করে যেতে দাও;তারা যেন তোমার দেওয়া নাজাতের ভাগ না পায়।