জবুর 72:9-15 MBCL

9 মরুভূমির লোকেরা তাঁর কাছে নত হোকআর তাঁর শত্রুরা তাঁকে পায়ে ধরে সালাম করুক।

10 তর্শীশ আর দ্বীপগুলোর বাদশাহ্‌রা তাঁকে খাজনা দিক;সাবা ও সবা দেশের বাদশাহ্‌রাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।

11 সমস্ত বাদশাহ্‌রা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।

12 যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরাসাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।

13 অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেনআর অভাবীদের বাঁচাবেন।

14 জুলুম ও হামলার হাত থেকেতিনি তাদের প্রাণ রক্ষা করবেন;তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।

15 তিনি অনেক দিন বেঁচে থাকুন;সাবা দেশের সোনা তাঁর কাছে আসুক।সব সময় তাঁর জন্য মুনাজাত হতে থাকুক;সারা দিন ধরে তাঁর উপর দোয়া ঝরে পড়ুক।