15 যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম,তবে এই কালের তোমার বান্দাদের কাছেআমি বেঈমান হতাম।
16 আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলামতখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;
17 কিন্তু যখন আমি আল্লাহ্র পবিত্র জায়গায় গেলামতখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
18 তুমি সত্যিই তাদের পিছলা জায়গায় রেখেছআর ধ্বংসের মধ্যে ফেলেছ।
19 কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায়আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।
20 ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ্ন যেমন তুচ্ছ হয়ে যায়,তেমনি হে মালিক, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।
21 যখন আমার মন তেতো হয়ে উঠেছিলআর অন্তরে আঘাত লেগেছিল,