23 তবুও আমি সব সময় তোমার সংগেই আছি;তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।
24 তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে,আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।
25 বেহেশতে তুমিই আমার সব;তোমাকে পেয়ে দুনিয়াতেও আমার চাওয়ার আর কিছু নেই।
26 আমার শরীর ও মন ক্ষয় হয়ে যেতে পারে,কিন্তু আল্লাহ্ আমার দিলের শক্তিআর আমার চিরকালের সম্পত্তির ভাগ।
27 যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে,তারা শেষ হয়ে যাবে;যারা তোমার প্রতি বেঈমানতুমি তাদের ধ্বংস করে ফেলবে।