1 হে আল্লাহ্, আমরা তোমাকে শুকরিয়া জানাই,আমরা তোমার শুকরিয়া আদায় করি,কারণ তুমি কাছেই আছ;লোকে তোমার অলৌকিক কাজের কথা ঘোষণা করে।
2 তুমি বলে থাক, “ঠিক সময় আমিই বেছে নিই,আমিই ন্যায়বিচার করি।
3 দুনিয়া ও তার মানব-সমাজের নিয়ম-শৃঙ্খলা যখন ভেংগে যায়,তখন আমিই তার থামগুলো টিকিয়ে রাখি। [সেলা]
4 “আমি অহংকারীদের বলি, ‘গর্ব কোরো না,’আর দুষ্টদের বলি, ‘শিং উঁচু কোরো না।
5 তোমাদের শিং উঁচুতে তুলো নাআর ঘাড় বাঁকিয়ে কথা বোলো না।’ ”
6 পূর্ব কি পশ্চিম কিংবা মরুভূমি থেকেকেউ রক্ষা করতে আসে না;
7 কিন্তু আল্লাহ্ বিচার করেন;তিনি একজনকে নীচে নামান ও আর একজনকে উপরে তোলেন।