জবুর 76:4-11 MBCL

4 তুমি নূরে কেমন নূরানী!শিকারে ভরা পাহাড় থেকে তোমার ফিরে আসা কেমন মহিমাপূর্ণ!

5 সাহসী যোদ্ধাদের লুটপাট করা হয়েছে,তারা শেষ ঘুমে ঢলে পড়েছে;কোন যোদ্ধার হাতে আর শক্তি ছিল না।

6 হে ইয়াকুবের আল্লাহ্‌, ঘোড়া আর রথচালকেরাতোমার ধমক খেয়ে গভীর ঘুমে ঢলে পড়েছে।

7 তুমি, তুমিই খুব ভয়ানক;তোমার রাগ জেগে উঠলেকে তোমার সামনে দাঁড়াতে পারে?

8-9 বেহেশত থেকে তুমি তোমার বিচারের রায় শোনালে;হে আল্লাহ্‌, তুমি উঠলে বিচার করার জন্যএবং দুনিয়ার অত্যাচারিত লোকদের রক্ষা করার জন্য;তাতে দুনিয়া ভয়ে নীরব হল। [সেলা]

10 অবশ্যই মানুষের রাগের ফলে তোমার প্রশংসা হয়;সেই রাগের বাকী অংশ দিয়ে তুমি নিজেকে সাজাও।

11 তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র কাছে মানত করআর তা পূরণ কর।যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকেলোকে উপহার আনুক।