1 আমি চিৎকার করে আল্লাহ্র কাছে কাঁদছি;আমি আল্লাহ্র কাছে চিৎকার করছিযেন তিনি তা শুনে জবাব দেন।
2 বিপদের দিনে আমি মালিককে ডাকলাম;রাতের বেলা আমার হাত দু’টা আল্লাহ্র দিকেবাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না;আমার অন্তর সান্ত্বনা পেত না।
3 আমি যখন আল্লাহ্র কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম;ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
4 তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে;আমি খুব অস্থির হয়ে পড়তাম,তাই কথাও বলতে পারতাম না।
5 অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম,ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।