জবুর 77:11-17 MBCL

11 মাবুদের সব কাজের কথা আমি মনে করব;হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করাকুদরতি কাজের কথা।

12 তোমার সমস্ত কাজের বিষয়ে আমি ধ্যান করব;তোমার সব কাজের কথা ভেবে দেখব।

13 হে আল্লাহ্‌, তোমার চলার পথ পবিত্র;আমাদের আল্লাহ্‌র মত মহান কি কোন দেবতা আছে?

14 তুমিই সেই আল্লাহ্‌ যিনি কুদরতি দেখিয়ে থাকেন;সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ।

15 তুমি তোমার বান্দা ইয়াকুব ও ইউসুফের বংশধরদেরতোমার শক্ত হাতে মুক্ত করেছ। [সেলা]

16 হে আল্লাহ্‌, সাগরের পানি তোমাকে দেখেছিল;তোমাকে দেখে পানি অস্থির হয়ে উঠল,তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।

17 মেঘ পানি ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল;তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্‌কাতে লাগল।