4 তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে;আমি খুব অস্থির হয়ে পড়তাম,তাই কথাও বলতে পারতাম না।
5 অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম,ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।
6 রাতের বেলায় আমার সব কাওয়ালীর কথা আমার মনে পড়ত;আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতামআর মনে মনে প্রশ্ন করতাম-
7 মালিক কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন?তিনি কি আমাদের আর কখনও রহমত করবেন না?
8 তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল?তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
9 আল্লাহ্ কি রহমত করতে ভুলে গেলেন?তিনি কি রাগে তাঁর মমতা বন্ধ করে দিলেন? [সেলা]
10 আমি বললাম, “এটাই আমার দুঃখ যে,আল্লাহ্তা’লার ডান হাতখানা বদলে গেছে।”