8 তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল?তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
9 আল্লাহ্ কি রহমত করতে ভুলে গেলেন?তিনি কি রাগে তাঁর মমতা বন্ধ করে দিলেন? [সেলা]
10 আমি বললাম, “এটাই আমার দুঃখ যে,আল্লাহ্তা’লার ডান হাতখানা বদলে গেছে।”
11 মাবুদের সব কাজের কথা আমি মনে করব;হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করাকুদরতি কাজের কথা।
12 তোমার সমস্ত কাজের বিষয়ে আমি ধ্যান করব;তোমার সব কাজের কথা ভেবে দেখব।
13 হে আল্লাহ্, তোমার চলার পথ পবিত্র;আমাদের আল্লাহ্র মত মহান কি কোন দেবতা আছে?
14 তুমিই সেই আল্লাহ্ যিনি কুদরতি দেখিয়ে থাকেন;সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ।