জবুর 78:13-19 MBCL

13 তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন;তিনি পানিকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।

14 দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়েতিনি তাদের পথ দেখিয়েছিলেন।

15 মরুভূমিতে পাথর ফাটিয়ে মাটির নীচের পানি থেকেতিনি তাদের অনেক খাবার পানি দিলেন।

16 পাহাড়ের মত পাথর থেকেতিনি পানির স্রোত বের করে আনলেন;সেই পানি তিনি নদীর মত করে বইয়ে দিলেন।

17 কিন্তু তারা তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করতেই থাকল;আল্লাহ্‌তা’লার বিরুদ্ধে মরুভূমিতে বিদ্রোহ করল।

18 তাদের ইচ্ছামত খাবার দাবি করেমনে মনে তারা আল্লাহ্‌কে পরীক্ষা করল।

19 তারা আল্লাহ্‌র বিরুদ্ধে এই কথা বলল,“আল্লাহ্‌ কি মরুভূমিতে খাবার দিয়েটেবিল সাজাতে পারেন?