জবুর 78:30-36 MBCL

30 যে খাবার তারা খেতে চেয়েছিল তা খাওয়া শেষ না হতেই,এমন কি, তা তাদের মুখে থাকতেই

31 আল্লাহ্‌র রাগ তাদের বিরুদ্ধে জেগে উঠল।তাদের কিছু শক্তিশালী যুবকদের তিনি মেরে ফেললেন;ইসরাইলের সেরা লোকদের তিনি তাঁর অধীনে আনলেন।

32 তবুও তারা গুনাহ্‌ করতেই থাকল,তাঁর কুদরতি দেখেও তাঁর উপর ঈমান আনল না।

33 তাই তিনি তাদের দিনগুলো বিফলতায় শেষ করে দিলেনআর বছরগুলো শেষ করে দিলেন ভয়ের মধ্য দিয়ে।

34 তিনি তাদের মেরে ফেলার পরবাকী লোকেরা তাঁর কথা মনে করল;তারা আবার তাঁর দিকে ফিরেআগ্রহের সংগে তাঁকে ডাকল।

35 তাদের মনে পড়ল আল্লাহ্‌ তাদের আশ্রয়-পাহাড়,আল্লাহ্‌তা’লা তাদের মুক্তিদাতা।

36 কিন্তু তারা তখন মুখ দিয়ে ছলনা করল,জিভ্‌ দিয়ে তাঁর কাছে মিথ্যা কথা বলল।