জবুর 78:41-47 MBCL

41 বার বার তারা আল্লাহ্‌কে পরীক্ষা করেছে,ইসরাইলের আল্লাহ্‌ পাককে কষ্ট দিয়েছে।

42 তারা তাঁর শক্তির কথা মনে রাখে নি;মনে রাখে নি সেই দিনের কথা-যেদিন তিনি শত্রুর হাত থেকে তাদের মুক্ত করেছিলেন,

43 যেদিন মিসরে তিনি চিহ্ন দেখিয়েছিলেনআর অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন সোয়ন এলাকায়।

44 সেদিন তাদের সমস্ত নদীর পানি তিনি রক্ত করে দিয়েছিলেনআর সেই পানি তারা খেতে পারে নি।

45 তাদের মধ্যে তিনি ঝাঁকে ঝাঁকে পোকা পাঠালেন,সেগুলো তাদের যেন খেয়ে শেষ করে দিল।তিনি ব্যাঙের দল পাঠিয়ে দিলেন,সেগুলো তাদের সর্বনাশ করল।

46 তাদের শস্য তিনি ফড়িংকে দিলেনআর তাদের ফসল দিলেন পংগপালকে।

47 শিলাবৃষ্টি দিয়ে তাদের আংগুর লতা তিনি নষ্ট করে দিলেন;জমে যাওয়া শিশির দিয়ে ডুমুর গাছ নষ্ট করে দিলেন।