60 শীলোতে তাঁর যে আবাস-তাম্বু ছিলতা তিনি ছেড়ে গেলেন;এটা সেই তাম্বু যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।
61 তাঁর কুদরতের চিহ্ন তিনি বন্দীদশায় পাঠালেন;তাঁর মহিমার চিহ্নটি তাঁর শত্রুদের হাতে দিলেন।
62 তাঁর বান্দাদের তিনি শত্রুর তলোয়ারের হাতে তুলে দিলেন;তাঁর নিজের লোকদের উপর তাঁর গজব নাজেল হল।
63 আগুন তাদের যুবকদের পুড়িয়ে ফেলল;তাদের অবিবাহিতা মেয়েদের জন্য বিয়ের গান হল না।
64 তলোয়ারের আঘাতে তাদের ইমামেরা মারা পড়ল;তাদের বিধবারা শোক প্রকাশ করতে পারল না। b
65 তারপর দীন-দুনিয়ার মালিক যেন ঘুম থেকে জাগলেন;তিনি আংগুর-রসের নেশা কাটিয়ে ওঠা বীরের মত করে জাগলেন।
66 তাঁর শত্রুদের তিনি পিছু হটিয়ে দিলেন;তাদের তিনি স্থায়ী অপমানের মধ্যে ফেললেন।