জবুর 78:9-15 MBCL

9 আফরাহীমের লোকেরা ধনুকধারী হলেওযুদ্ধের দিনে পিছু হটে গিয়েছিল।

10 তারা আল্লাহ্‌র ব্যবস্থা পালন করে নি,তাঁর শরীয়ত মতে চলতে তারা অস্বীকার করেছিল।

11 তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল,ভুলে গিয়েছিল তাঁর অলৌকিক কাজের কথাযা তিনি তাদের দেখিয়েছিলেন।

12 বনি-ইসরাইলদের পূর্বপুরুষদের চোখের সামনেতিনি অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন;মিসরে ও সোয়ন এলাকায় তিনি তা দেখিয়েছিলেন।

13 তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন;তিনি পানিকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।

14 দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়েতিনি তাদের পথ দেখিয়েছিলেন।

15 মরুভূমিতে পাথর ফাটিয়ে মাটির নীচের পানি থেকেতিনি তাদের অনেক খাবার পানি দিলেন।