8 পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না;তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও,কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।
9 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্,তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর;তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার করআর আমাদের গুনাহ্ মাফ কর।
10 অন্য জাতিরা কেন বলবে, “কোথায় গেল ওদের আল্লাহ্?”তুমি আমাদের সামনেই তাদের জানিয়ে দাও যে,তোমার গোলামদের রক্তপাতের শোধ তুমি নেবেই।
11 বন্দীদের কাত্রানি তোমার কানে পৌঁছাক;যাদের উপর মৃত্যুর রায় দেওয়া হয়েছেতোমার মহাশক্তিতে তুমি তাদের বাঁচাও।
12 হে মালিক, আমাদের প্রতিবেশী জাতিরাযেভাবে তোমাকে গাল-মন্দ করেছে,তার সাতগুণ শাস্তি তুমি তাদের ফিরিয়ে দাও।