1 হে আল্লাহ্, তুমি চুপ করে বসে থেকো না;হে আল্লাহ্, তুমি মুখ বন্ধ করে রেখো না, সাড়া দাও।
2 দেখ, কেমন করে তোমার শত্রুরা গর্জন করছেআর যারা তোমাকে ঘৃণা করেতারা গর্বের সংগে মাথা উঁচু করেছে।
3 তোমার বান্দাদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে,তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
4 তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই,যেন ইসরাইলের নাম আর কারও মনে না থাকে।”