1 হে মাবুদ, তোমার দেশের প্রতি তুমি রহমত দেখিয়েছ;তুমি ইয়াকুবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।
2 তোমার বান্দাদের অন্যায় তুমি মাফ করেছ;তুমি তাদের সব গুনাহ্ ঢেকে দিয়েছ। [সেলা]
3 তোমার সমস্ত উপ্চে পড়া রাগতুমি দূর করে দিয়েছআর তোমার জ্বলন্ত গজব থেকে ফিরেছ।
4 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্,তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন;আমাদের প্রতি তোমার রাগ তুমি থামাও।
5 চিরকাল কি তুমি আমাদের উপরতোমার রাগ বজায় রাখবে?বংশের পর বংশ ধরে কি তুমি রাগ করেই থাকবে?