জবুর 90:10-16 MBCL

10 আমাদের আয়ু মাত্র সত্তর বছর,শক্তি থাকলে আশি বছরও হয়;আমাদের আয়ু যতই হোক না কেনতাতে থাকে কেবল দুঃখ আর কষ্ট;বছর চলে যায় চোখের পলকে আর আমরাও শেষ হয়ে যাই।

11 তোমার রাগের শক্তি কে বুঝতে পারে?কতজনের অন্তরে তোমার পাওনা ভয় আছে,যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?

12 তাহলে তুমি আমাদের বুঝতে দাও যে,আমাদের আয়ু কত অল্প,যাতে আমাদের অন্তর জ্ঞানে ভরে ওঠে।

13 হে মাবুদ, আর কতকাল?এবার তুমি ফেরো, তোমার গোলামদের প্রতি মমতা দেখাও।

14 নতুন করে তোমার অটল মহব্বত দিয়ে আমাদের তৃপ্ত কর,যেন আমরা আনন্দে কাওয়ালী গাইতে পারিআর খুশীতে জীবন কাটাতে পারি।

15 যতকাল ধরে তুমি আমাদের অহংকার ভেংগে দেবার কাজ করেছ,যত বছর আমরা কষ্টের মধ্যে ছিলাম,ততকাল তুমি আমাদের সুখে রাখ।

16 তোমার গোলামদের কাছে তোমার কাজআর তাদের সন্তানদের কাছে তোমার গৌরবতুমি প্রকাশ কর।