13 যাতে বিপদের দিনে সে সাহস পায়,যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়।
14 মাবুদ কখনও তাঁর বান্দাদের ত্যাগ করবেন না;যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না।
15 বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে;যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।
16 কে আমার পক্ষ হয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে?আমার পক্ষ হয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে কে দাঁড়াবে?
17 যদি মাবুদ আমাকে সাহায্য না করতেন,তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হত না।
18 যখনই আমি ভাবি আমার পা পিছ্লে যাচ্ছে,তখনই হে মাবুদ, তোমার অটল মহব্বতআমাকে ধরে রাখে।
19 আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়,তখন তোমার দেওয়া সান্ত্বনাআমার অন্তরকে আনন্দিত করে।