17 যদি মাবুদ আমাকে সাহায্য না করতেন,তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হত না।
18 যখনই আমি ভাবি আমার পা পিছ্লে যাচ্ছে,তখনই হে মাবুদ, তোমার অটল মহব্বতআমাকে ধরে রাখে।
19 আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়,তখন তোমার দেওয়া সান্ত্বনাআমার অন্তরকে আনন্দিত করে।
20 খারাপ শাসনকর্তারা খারাপ কাজের জন্য আইন তৈরী করে;তোমার সংগে তাদের কি কোন সম্বন্ধ থাকতে পারে?
21 তারা সৎ লোকের বিরুদ্ধে দল পাকায়আর নির্দোষীকে মৃত্যুর শাস্তি দেবার জন্য দোষী বানায়।
22 কিন্তু মাবুদই আমার কেল্লা;আমার আল্লাহ্ আমার আশ্রয়-পাহাড়।