3 সেই জাতিরা তাঁর প্রশংসা করুক;তিনি ভয়-জাগানো আল্লাহ্তা’লা;তিনি পবিত্র।
4 যে বাদশাহ্ ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকেতুমিই অটল করেছ,যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন।তুমিই ইয়াকুবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
5 আমাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা কর;তাঁর পা-দানির সামনে সেজদা কর;তিনি পবিত্র।
6 তাঁর ইমামদের মধ্যে ছিলেন মূসা ও হারুন;যাঁরা তাঁর কাছে মুনাজাত করতেন তাঁদের মধ্যে ছিলেন শামুয়েল।মূসা, হারুন ও শামুয়েল মাবুদকে ডাকতেনআর তিনি তাঁদের জবাব দিতেন।
7 তিনি মেঘের থামের মধ্য থেকে তাঁদের কাছে কথা বলতেন;তাঁরা তাঁর কালাম ও তাঁর দেওয়া হুকুম পালন করতেন।
8 হে আমাদের মাবুদ আল্লাহ্, তুমি তাঁদের ডাকে সাড়া দিতে;তুমি তাঁদের মাফদানকারী আল্লাহ্ ছিলে,যদিও তাঁদের অন্যায়ের শাস্তি দিতে তুমি ছাড় নি।